আজ উত্তুরে হাওয়া জানলার পর্দা সরিয়ে প্রবেশ করেছে অন্দরে , যদিও সে নিষেধাজ্ঞা তোয়াক্কা করে না , অন্দরে উষ্ণতা বৃদ্ধি করতে তার কোনো ইচ্ছা নেই ; আপন খেয়ালে তার নিত্য আনাগোনা,
সে যেন পুরুষের পুরুষত্ব বহন করে চলেছে;
অন্দরে জমে থাকা অসহ কিছু যন্ত্রণা কে উপভোগ করছে!
গল্পটা গতকাল ই শেষ হয়েছে,
গল্পের পরদে পরদে লুকিয়ে থাকা অন্ধকার
ভেদ করে হয়নি আলো;
আজ বড্ড ঘুম পাচ্ছে, সময় জমাট বেঁধে
গোলাপের পাপড়ি গুলোকে শুকিয়ে তুলেছে,
আমি বেহিসাবী, শব্দ গুলো কে যত্ন করতে পারিনি
তাই তারা অগাধ স্বাধীনতা পেয়ে আজ ছন্নছাড়া;
শরীরজাত স্বভাব দৃষ্টি কটু;
মেয়েরা সমুদ্রের গভীরতা, আমি মেয়ে
হয়তো অনেক গভীর, শিরা গুলো কাটলে রক্তের রং নীল, হয়তো সমুদ্র নয়তো আকাশ,
যাক তুমি যে অবুঝ মন ,
কথায় কথায় কতটা সফল ! জানা নেই
আজ থাক, তোমার মনের মত সাজিয়ে নিও গল্পটা।