জানি আজ কথা গুলো এলোমেলো তোমার কাছে
সাজিয়ে যন্ত্রণা খোঁজার সময়টুকুও আজ নেই তোমার কাছে, ব্যাস্ত নদী তীরে চোখের পলকে
ভেসে যায় কত খরকুটো, হয়তো বা দামী কিছু,
মনের গভীরে হয়তো ছায়া থাকে,
একদিন এভাবেই সময় টেনে নেবে ইচ্ছের ছোঁয়াছে রোগ, কপালের ভাঁজে
আবছা আবরণে তুমি হয়ে যাবে স্মৃতি,
আমি ধীরে ধীরে পাগল হচ্ছি
পথ চেয়ে,
তুমি কি বুঝেছো মন
কেনো আর ডাকে না.....
আমি শূন্য ঘরে এঁকেছি বাসর....!!