'দুনিয়ার মজদুর এক হও'
এক হও মজদুর দুনিয়ার।
এসেছে সময় যুথবদ্ধ হবার ভাঙনের গান গাইতে 'যক্ষপুরী'র দ্বার।
এসেছে সময় উত্তোলনের
মুষ্টিবদ্ধ দৃঢ় পেশল বাহুর
ছিনিয়ে নিতে অপ্রাপনীয় অধিকার।
দুনিয়ার মজদুর এক হও
এক হও মজদুর দুনিয়ার।
এসেছে সময় মেহনতি আর শ্রমজীবী
আর আছে যত মর্ত্যের ভুখারীর
তৃষিতের কান্না ঘোচাবার।
এসেছে সময় কাঁধে কাঁধ দিয়ে
ফিরে পেতে স্বাধীকার।
দুনিয়ার মজদুর এক হও
এক হও মজদুর দুনিয়ার...।