মনপাখি

আমার অন্তরাত্মা থাকেন আরশিনগর,
নয় সে কাছে নয়তো সুদূর
তবু খুঁজে ফিরি তাঁরে দূর বহুদূর।

আমার পরাণ সখা থাকে আরশিনগর,
আমি পাইনেকো তাঁর তালুক মুলুক
তাঁরে পাবার আশায় ছুটে বেড়াই
অকূল পাথার সাত সমুদ্দুর।

আমার মনপাখি রয় আরশিনগর,
তাঁর নাই যে হদিশ নাই যে রূপ
সে যে আছে তবু দেয় না ধরা,
তাঁর লাগি এই শূন্য হিয়া
পথ পানে চায় নিরবিয়া
সে কি দিবে সাড়া এই দুঃখীরে
কোন জনমের পর?

আমার মনমাঝি হায়
থাকে কোন সুদূর আরশিনগর!