যদি আবার আসি...
তুমি কি চিনতে পারবে মোরে?
জীবনানন্দের মতো যদি সাধ জাগে মনে,
এ গিরগিটির বাসযোগ্য ধরণীতে আবার আসি ফিরে!
নয় কোনো কাক,
নয়কো শঙ্খচিল হয়ে
সেই কার্তিকের নবান্নের দেশে
আসবো আমি কাকতাড়ুয়ার বেশে
এই বহুরূপীদেরই ভীড়ে।
চিনতে কি পারবে মোরে?
যদি আবার আসি
নগ্ন হয়ে
এই নগ্নতার দেশে?
নয় কোনো লাশ কাটা ঘরে
চিৎ হয়ে শুয়ে,
কিংবা মধুক্ষণ যাপনের কালে
মেঠো ইঁদুরের মতো চুপিসারে
যদি আবার আসি ফিরে,
ধ্রুবতারা হয়ে অগণিত নক্ষত্রের ভীড়ে?
ফিরব ফিরব আমি...
গলিত স্থবির ব্যাঙ
নয়তো থুত্থুরে প্যাঁচা হয়ে
চুনখসা পোড়ো অট্টালিকার তলে শায়িত হাড়-হাভাতিদের মাঝে
হাজার হাজার বছর পরে,
ক্লান্ত ধীর স্থির পদে
কানা গলি ঘুঁজি বেয়ে কাকচক্ষুরূপী আঁধার নিশীথে
এক লহমা শান্তির খোঁজে
যদি আবার আসি দ্বারে
তুমি কি চিনতে পারবে মোরে!!