ঘুমনেই

ঘুমনেই কারো চোখে।
নিশ্ছিদ্র আঁধারে মুড়ে আছে এপাড়া
ওপাড়াতেও মজেছে আলোর ফোয়ারা,
বিনিদ্র রাতে ওঁৎ পেতে আছে অগণিত তারারা অতন্দ্র প্রহরী হয়ে; যেন গিলে খাবে
আমার শেষ রাতের তন্দ্রাটুকুও...

ঘুমনেই কারো চোখে,
চারিদিকে অজস্র ফিসফাস, গুঞ্জন
চাপা গলার অসহ্য হাঁস-ফাঁসানি
অসহনীয় করে তুলেছে রাতের নিস্তব্ধতাকে।
ঘুমনেই আমার, ঘুমনেই তোমার
ঘুমনেই এপাড়া ওপাড়ার কারো চোখে,
এমনকি ঘুমনেই মাতৃগর্ভে শায়িত শিশুটির‌ও।

এক অদ্ভূত আঁধার গ্রাস করেছে গোটা সমাজকে
প্রতিনিয়ত ডুবে চলেছে আমাদের মানবিক বোধ
চিন্তা-চেতনা-ভালোবাসা-আনন্দ-প্রেম-স্নেহ
এমনকি প্রতিবাদের ভাষাও...

ঘুমনেই, তবু সবাই শুয়ে আছে
অন্তত থাকাটা খুবই জরুরি।
যেকোনো মুহূর্তেই নামতে পারে বর্গীহানা
হা-রে-রে-রে রবে,
লেলিহান শ্বাপদের আগ্রাসী দৃষ্টি টহল দিচ্ছে
জলে-স্থলে-অন্তরীক্ষে
প্রতি মুহূর্তেই খোয়া যায় আমাদের স্বাধীনতা, মূল্যবোধ—ভালোবাসা—শান্তি—
তাই
ঘুমনেই ঘুমনেই ঘুমনেই কারো চোখে।