আমার ভালোবাসা.....দুঃখিনী মাতৃভাষা

তোমাকে ভীষণ করে ভালোবাসি বলেই
আজও শিখে উঠতে পারিনি বিদেশী বুলি
তোমাকে দারুণ করে পাবো বলেই
এখনো শূন্য আমার জ্ঞানের ঝুলি।
তুমি আমার প্রথম প্রলাপের সেই আধো আধো বাণী
তুমিই আমার চলার পথের আলোক দায়িনী,
তোমাতেই আছি আমি হয়ে আধেকলীন।
তুমি প্রভাতের স্নিগ্ধ শীতলতার মতো কোমল স্বভাবা
কভু বা দ্বি-প্রাহরিক তপ্ত রবির ন্যায় ঝাঁঝালো,
কখনো আছো হয়ে হিমালয়ান মৌনী,
আবার রূঢ় বিক্ষুব্ধ ঝঞ্ঝার মতো প্রগল্‌ভ কভু।
তোমারই পরশে আজও আমার প্রাণে
বিমূর্ত ধারণারা পায় সজীবতা।
তুমি আছো,
তাই আজও আমি আছি বেঁচে অসীম বিশ্বাসে
তোমারই বরাভয়ে আমার চেতনারা ওঠে রাঙা হয়ে
তুমি... তুমি... তুমিই আমার সেই অনেককালের
যুগান্তরের ভালবাসা...
'আমার দুঃখিনী মাতৃভাষা'