তুমি কোথায় হে স্বাধীনতা,
স্বাধীনতা, তুমি কী জীবিত?
তুমি কী নিজে স্বাধীন?
স্বাধীনতা, তুমি কী সবার জন্য সমান?
তুমি কী গরিবেরও?
তুমি কী কামার, কুমার, কৃষক, শ্রমিক, মজুরের??
স্বাধীনতা, তুমি কী সাম্প্রদায়িক? একদলীও?
স্বাধীনতা, তুমি কী গণতন্ত্রের অবৈধ ক্ষমতা?
স্বাধীনতা, তুমি কী হাতিয়ারের নল?
স্বাধীনতা, তুমি কী যৌতুকের প্রণেতা?
স্বাধীনতা, তুমি কী দুর্নীতির জনক?
ঘুষের বৈধতার দলিল?
স্বাধীনতা, তুমি কী জনগণের হবে?
না কি অনন্ত কাল যাদুঘরে রবে?