নীরবে সব কিছুই, সয়ে যাচ্ছি
লজ্জা, যন্ত্রণা, অপমান যা পাচ্ছি।
অধম আমি, মুর্খ অসহায় নগন্য
পরিপূর্ণ অক্ষম, শুধু তোমার জন্য।
রাত্রিজাগা নিশাচর, উম্মাদ বেকুব
জিবন্ত লাশ, কিন্তু প্রেমিকের মাসুক।
তাচ্ছিল্য অবজ্ঞা আমি নিতে পারি মেনে
আমি কুল হারা নদীতে যেতে পারি চিনে।
শান্ত দুটি চোখ চেয়ে আছে তব পথ পানে
খানিক বাদে বাদে খুঁজে দেখি সব খানে,
নতুন সুরে সুরে গেয়ে উঠি মধুর গানে।