সারা পৃথিবীতে নেই তুল্য
আমার মায়ের যেই মূল্য।
মায়ের বুুকে মাথা রেখে,
বাচি আামি রোগে শোকে।
আমার মায়ের চাঁদ মুখ,
দেখলে যায় সব দুখ।
মায়ের হাতের রান্না,
থামায় আমার কান্না।
রাতে যখন ঘুম না আসে,
মা আমার পাশে বসে,
যেই বলেন,
''এক যে ছিল রাজা,
ঘুমিয়ে পড়ি সোজা।"
মায়ের মতন এই পৃৃথিবীতে,
নেই তো কেউ আপন।
মা ব্যতিত এই মহিতে,
বল কেমনে, করি জীবন-যাপন?