ভোর বেলাতেই উঠল খোকা
পরীক্ষা যে আজ,
হাত-মুখ না ধুয়েই সারতে গেল
খাওয়ার কাজ।
ডুব-গোসল ভুলেই বোকা
করল রঙিল সাজ।
সালোয়ার আর কোর্তা পরে
মাথায় দিল তাজ।
সব লোকেরাই খেল ধোকা
এ কোন নয়া রাজ?
দেখতে দেখতে কখন যেন
ঘনিয়ে এল সাঁঝ।
পরীক্ষা আর হলো না যে
কত্ত বড় লাজ!
ঐ শ্রেণীতেই থাকতে হবে
যতই হও নারাজ।