আশে পাশে সাধুর বেশে
কত ধর্ষক ঘুরছে চোষে,
ধরা পড়লে সাধু
ও তো আমার মা'ধু!
ছাড়ে না তো বাচ্চা শিশু!
ঝাঁপিয়ে পড়ে নর-পি'শু।
দেখে না তো মা মেয়ে!
নৃশংস হয় দেহ পেয়ে।
পালা করে দিনে দুপুরে
আক্রমণে বন্য কুকুরে।
রোজ রোজ ঘরে ঘরে
ধর্ষকেরা উঠছে গড়ে।
বিচার যদি না হয় রে
কুকুর মুক্ত হবে না বে,
সজাগ থাকতে হবে লে
এখন থেকে সিদ্ধান্ত নে।