বন্ধুত্বের বন্ধন বানিয়ে,
বিশ্ব বিজয়ের বর্ণনা।
ব্যাট বলে বাঙালির
ব্যর্থ-বিজয় বলয়ের বন্যা।


বড় বাড়ির বউয়ের বৈরী
বাহানায় বন্ধ বৃদ্ধ বাপ।
বহু বছরের বাইস্কোপ
বাশের বাতার বাক্সে।

বাঁশি বাজে বিকেলে
বায়ান্নের বিজয় বলে।
বাউল বাসর বকুল,
বলাকার বিমোহিত বেলা।

বাম বাহিনীর বাতিতে
বঙ্গ বেচারির বারটা।
বৈশাখ বারে বাঙালি
বেশ বড়ই ব্যবসা।

বার্তা বানানোর বেতার
বৈপ্লবিক বর্গি বিলাসি।
বঙ্গবন্ধুর বক্তব্যে বিশাল
বিজয় বানালো, ব্যর্থ বাঙালি।

বন্ধু বনাম বস
বান্ধবির বাড়িতে বাজে ব্যবহার।
বিশ্ববাসিকে বাঙালির বিশাল বড় বাঁশ......
বাঁশের বদলে বিজ্ঞান বিদ্যায় বাগদান।

বিসমিল্লায় ব্যাধি, ব্যাপক বক-ধার্মীক বেঈমান,
বেআমল বক্তার, বাড়তি বুলিতে।
বিষম বাজে বা'পাঁজরে
ব্যভিচার বিহীন বাংলা বাজারে বেচবে বুঝিরে!