জান তুই প্রাণ তুই,
নয়নের আলো তুই,
নাই তুলনা তোর যে, (মা মণি)।
তুই বাঁচার আশা
লড়াইয়ের দীপ্ত ভাষা।
মা ডাক যখন আমার কানে এসে বাজে,
ওরে, তুচ্ছ জাগে দ্বীন-দুনিয়ার অন্য সব কাজে।
আমি তোকে ছাড়া; এক মুহূর্ত বাঁচব না যে, (মা মণি)।
জাতির পথ প্রদর্শক করো তাকে, খোদা দয়াময়,
রিতি দুমড়ে দিতে যেন, না পায় ভয়,
নত যেন না হয় মাথা, সত্য করতে জয়, (মা মণি)।