আমি পাপী মহা দুখি
করি পাপ হয়ে সুখি।

তৃপ্তি আসে, তুষ্ঠ হাসে
মজা খুঁজি চারিপাশে।

ন্যায় নীতি চলে গেছে
মিথ্যা মোরে আছে ছেয়ে।

সব পাপ গুলো, পুণ্য হয়ে
বেঁচে আছে ন্যায় কয়ে।

আমি কবে পাব মুক্তি
পাপকে পুণ্য মানার যুক্তি।