বাড়ী থেকে বেড়িয়ে বেশ কিছুটা দূরে
দূর থেকে দেখা চেনা চেহারা
কয়েক পা এগিয়ে যেতেই
হটাৎ দেখা একজন মানুষ।
বেশ লম্বা কালো চুল
গায়ে হলুদ বর্ণের চুড়িদার
গায়ের রংটা ফর্সা
চেহারাটা সুস্থ পরিপাটি।
বহু দিন পর তার সাথে দেখা
চেনা হলেও এখন ভীষণ অচেনা,
নিজেকে বদলে নিয়েছে
ভারী মিষ্টি একজন মানুষ।
বড় অভিমান হয়েছে বুঝি
তাই কথা হয়না,
প্রাণ খুলে হাসিটাও দেখিনা তার
মৃদু হাসি, উৎফুল্ল ম্লান হয়ে গেছে।
এক পথে দেখা হবে ভাবিনি
অথচ একসময় একপথে চলছিলাম,
বাধা হয়ে দাঁড়ায়নি কিছুই
শুধু একসাথে চলছিলাম।
কেমন আছ আজকাল তুমি?
বড় ভালো আছ কী?
কয়েকদিন আগে কোনো একভাবে
শুনেছিলাম তেমন ভালো নেই।
শুনেছি আজকাল খুব ভারী
দু-এককথায় রাগ-অভিমান হয়;
একঘেয়েমি সময় কাটাও
বাড়িতে একা একা বসে।
তোমার একটা স্বপ্ন ছিল;
স্বপ্নটা কী সত্যি হয়েছে?
আমাকে বলতে_
তোমাকে পারতেই হবে!