আমি তোমাকে আলিঙ্গন করব কবিতার ছন্দে;
তোমার হৃদয় স্পর্শ করব প্রতিটি শব্দে,
তোমার গহীন হৃদয়ে হারিয়ে যাবো মুগ্ধ বই পাঠে।
অভিমান প্রকাশ করব বিরহের কবিতা পাঠে,
জর্জরিত হয়ে উঠব তোমার নিঃসঙ্গে;
অবহেলিত নদীর মতো চলব একা ।
কোনো একদিন যদি নিঃসঙ্গতার কারণে
গোধূলী বেলায় মন ভালো করতে
দেখতে যাও বহমান নদীর শোভা,
সাদা ফুলের বাহার হয়ত নাও থাকতে পারে
তবে তোমার মনকে জয় করে নিতে পার্ব।
এক জীবনে ভালোবেসে মন ভরেনা
কলঙ্কিত হতে চাই বার বার কী আছে জীবনে;
নিশ্বর এ দেহখানি রূপের প্রশংসা ছাড়া
কিছুই নেই গৌরব করিবার।
কম্পিত কন্ঠে বলেছি শতবার,
ভালো যে বেসেছি তোমায় বলেছি কতবার,
কিচ্ছু চাওয়ার ছিলনা জীবনে-
একটি মাত্র সম্বল আমার কমল হৃদয় ব্যতীত হয়
তোমাতে বার বার।
আমি তোমাকে আলিঙ্গন করব কবিতার ছন্দে
তোমার হৃদয় স্পর্শ করব প্রতিটি শব্দে,
বসন্তের পলাশ হয়ে তোমার নয়নে দিব দোলা
চিরকাল হৃদয়ের জানালা খুলে অপেক্ষায় থাকব
হৃদয় ব্যতীত তোমাকে যেন কিছু কথা যায় বলা।