হাহাকার নিরাকার শূন্যতা বুকে-বড় আঘাত লাগে এক মানব জাতি ভাগ হয় কিসে?
জাত তো একটাই আলাদা কেবল চরিত্রে, ধর্ম যদি আছে সেও তো মানব ধর্ম বটে;
কে হিন্দু- কে মুসলিম কে বা ভিন্ন ধর্মী বটে, সকলি একই স্রষ্টাকে ডাকো বিপদে।
ভাঙ তোর ঘুমের ঘোর চোঁখ খুলে দেখ তাঁকিয়ে- রাস্তায় শুয়ে থাকা পাগলীটা মা
হয়েছে বাঁধবি তারে কোন ধর্মে? পুড়ে ফ্যাল তোর গ্লানির জাতির বড়াই
জাত দিয়ে কী দূর হয় তোর ক্ষীদের বালাই? নির্বিশেষে শক্ত করো বাঁধন
শক্তিশালী হোক দেশ- সমাজ গঠন । মুক্তি নাইরে গোঁড়ামির সঙ্গ করে, মুক্তির পদ
জানে না এরা কেবলই জানে শুড়শুড়ি দিতে। ইট পাথরের মতো ভাগ করো না
মানব জাতিটাকে; বুঝবে একদিন মানব জাতির মুক্তি মিলে কিসে।