বুকে জ্বলে আগুন বাহিরে ঝড়ে রক্ত! মানব ব্যারিগেট ভাঙবে কেমনে?
তরুণ সব অগ্নির মত দগ্ধ; তোমরা ভরিয়ে দাও পচা কাঁদুনে আর গোটা কয়েকটা বুলেটে,
বুক আছে উজ্জীবিত দাও ভরিয়ে তোমার তর্জনী আঙুলের কষাঘাতে।
আমার পরিচয় বীর শহীদ; তোমার পরিচয় হোক দেশ প্রেমীক কসাই আমার মৃত্যুতে,
আমার মৃত্যু ইতিহাস হোক যোদ্ধা এক নাম, আগামীর প্রজন্ম জানুক বিপ্লব কার নাম!
এদেশ তোমাদের ছিল-আমার তো নয়, আমার জন্য শুধু লড়াই করিনি প্রাণের বিনিময়।
লাল রঙের মহানগর গড়েছ তোমরা নিয়েছ নিষ্পাপ বালকের প্রাণ!
কোন মহাকাব্যে লেখা ছিল-নিজের দাবীতে দিতে হয় প্রাণ?