ভোরে উঠিয়া আমি মায়ের কাছে বলী-
প্রতিদিন আমি যেন সূর্যোদয় দেখী,
দাঁত মেঝে আমার কাজ থাকবে শুধু
পড়াশুনা করা, বাবা এসে বলবে যখন
বই খাতা গুছিয়ে নাও স্নান করে তুমি
খেতে তবে যাও।
স্কুলে যাওয়ার সময় হলো বুঝি
মা ডাকছে ভারী গলায়- নিজের হাতে
খেতে দেব চটপট তবে ছুটে আয়।
মায়ের হাতে খেতে মজা করব না আর দেরি
না হলে মা বড্ড বকে দেবে;
বলবে আমায় আড়ি!