এখন হৃদয় জুড়ে তোমারই খেলা
রঙ বেরঙের মহামেলা, একে একে
উল্কাপাত হয় নয়নে দেখা স্বপ্ন মেলা
এখন হৃদয় জুড়ে কেবলই তোমার খেলা।
ঝড়ের মতো স্পন্দিত থমকে গিয়ে
আবারও শুরু হয় ভাঙনের খেলা
অসহায় চিত্তখানি চূর্ণ বিচূর্ণ করে ফেলে
এত শুধু তোমারই ভাঙনের বেলা।
যুগ হতে যুগান্তরে এ বিশ্ব ভূবনের মেলা,
এরই মাঝে কেবল একপ্রাণ ছাড়া
বহু ক্রোশ দূরে নক্ষত্রের মায়াজালে
ভাসিয়ে নিয়ে যাই শূন্য ভেলা
এযে তোমারি দিবস রজনীর খেলা।
শত হাজার বিদায় দিয়েছ তুমি
সময়ের অন্তিমে; আমাকে আগলে রেখো
তোমার হৃদয় সিন্ধুর ছোট্ট দ্বীপে;
তোমারে খুঁজেছি বিশ্ব ভূবনে
পেয়ে ছিলাম কখনো হয়তবা
মায়া ভরা নয়নে গোধূলী বেলা
এখন হৃদয় জুড়ে কেবলই তোমার খেলা।
বহুদিন যেন দেখিনি এ পৃথিবীকে
কখনও ছুঁইনি এ মায়াভরা প্রাণ গুলোকে,
কেবলই চিনেছি তাহারে ভিন্ন রঙে
ছুটেছি কেবল তাঁহার অনুমতি অনুশীলনে।
ভেঙেছি কত বাধার বেড়াজাল
ছিন্ন করেছি শক্ত করে বাঁধা শিকল;
তাহারে করেছি বিকল পাঠিয়ে দিয়েছি
নির্বাসনে এযেন বেদুইন উদ্যমের মত চলে,
বিকশিত যেন শিশিরের বেলা এযে কেবল
তোমারি খেলা , তোমারি রঙের মেলা।
চিত্ত যেন না করে ভয়, তোমার বাণী যেন
উল্কাপাত হয়ে আমার এ দেহে প্রাণে
শক্তি করে সঞ্চয়, গগণে যেন শুনী তাঁর ধ্বনী
তোমারই তো গান গাইবে জগৎ জননী।