দূর হতে শুনো প্রতীক কালের কণ্ঠ
ভাঙ্গিছে কেবা আসছে কারা ?
দিগন্তে দাড়িয়ে আছে হুশিয়ারি তাঁর-
শুনে জাগিয়া উঠেছে যেবা ।
উড়েছে ধূলি কুয়াশাময়
অশ্ব গর্জনে তীরের ন্যায় ধায়,
চলিছে আপন বেগে
নীল সমুদ্রের ফণার কিনারায় ।
উড়ছে মেঘ মিলছে কোথায় ?
তুমি কী হারিয়ে গেছো কোনো পাহাড়ের গুহায় ?
একযুগ পেরিয়ে গেছে বহু সময়ের ব্যবধান
তোমার আদেশ, তোমার আদর্শ, হয়নি প্রতিফলিত।
ঘুমে আছে তোমার স্বপ্নের যুব শক্তির দল;
সবাই বিকলাঙ্গ নয়, হয়েছে উন্মাদ মাতাল!
বানিয়েছে কৃত্তিম সমাজ হয়েছে দূষণ
হয়নি উদয়- নিয়েছে বিদায় ।
সময় তো নেই আর ফিরে আসবে বলে
কতদিন কাল গেল কেউ নেয়নি কাধে ঝুলায়
অপেক্ষা শুধু অদ্ভুদ এক মানুষের,
আপনজনদের দায়িত্ব কেন নয় ?
বিলায়ে দিয়েছ যত দেশ দেশান্তরে
তারই গান বাজে শুধু চারিদিকে;
মুক্তি পায়নি যুব সমাজের দল,
নির্ভীক হয়নি হয়ে উঠেনি বুকে নেই বল।