তোমার সাথে বহুদিন পর দেখা হলেও অনেক কষ্ট হয়;
এক সময় বোধয় সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম,
এখনও বুকের বা দিকটায় বড্ড আঘাত লাগে
কখন তোমাকে মনের অজান্তে এভাবে ভালবেসছিলাম।
শুধু কী একা আমি বোকা নীরব হয়ে ভালোবেসেছিলাম!
এতটুকু সহানুভূতির ভালোবাসাও আমাকে বাসতে পারনি
আমার উপরে তোমার অনেক অভিযোগ ছিল তা শুনেছি,
কেবলই আমি তার দায়ী? তোমার ভাগে কিছুই পড়েনি।
ফুল ততক্ষণই সুন্দর থাকে যতক্ষণ পাপড়ি গুলো সতেজ থাকে,
মনের ভালো লাগা ততক্ষণই পরিপূর্ণ থাকে যতক্ষণ না
সেই পাপড়ি গুলো মলিন হয়ে যায়, জীবনের পরিপূর্ণতা
শেষ হয়ে যায় - ডালে যখন কুড়ি এসে নষ্ট হয়ে যায়।
কী অদ্ভুদ এক প্রেম আমাদের;
হঠাৎ যেদিন দেখা হবে একে অপরকে চিনব না
শুধু চোখে চোঁখ পড়বে অপ্রকাশিত ভাষায় জানার
ইচ্ছা প্রবল হবে _কেমন আছ?
অপূর্ণতাকে পূর্ণতা দিতে একটা শর্ত রাখী
মাঝে মধ্যে তুমি আমার খবর নেবে_ আগের মতো নয়,
একটা সাদা কাগজে লিখে চিঠির রূপ দিয়ে ভাজ করে
প্রাইভেট ডাগ যোগে পাঠিয়ে দিবে, আমিও লিখব।