আমরা নিস্তব্দ দুটি প্রাণী, পৃথিবীর দুই প্রান্তে দুজন
কত নিঃসঙ্গতা উপভোগ করি এ ভূবনে,
আকাশের অগণিত তারা আমাদের থেকে
লক্ষ্য লক্ষ্য মাইল স্টোন দূরে
তারপরেও দেখা হয় রোজ।
তোমার আমার মাঝে মাত্র
কয়েক হাজার মাইল দূরত্ব
তবুও দেখা হয়না বৎসরে একবার।

ভোরে উঠা সূর্যোদয় হয়ত একসাথে দেখী
ভিন্ন জানালার পাল্লা খুলে,
হয়তবা তোমার জানালার পাশে
সৌরভ ছড়ায় শিউলী,
বেদনায় ঝড়ে পড়ে পাঁপড়ি শেষ প্রহরে।
কবে দেখা হবে আর সমুদ্রের ঢেউ?
পরিমাপ ছাড়া জলের খেলা দেখতে গিয়ে
অবশেষে ভেসে যাবে কেউ।