বিকাল বেলার রঙ যেন জীবনের বেলা কেবলি দোলা দেয় প্রাণের মাঝে বেলা অ-বেলা ,
মলিন হয়ে এলো পদ্মের পাপড়ি যায়না চেনা তাহার গোলপি-সিঁদুরের লেশ।
সমস্ত দিনের রূপ যেন খেয়ে ফেলে গোধূলীর আঁধার, শতকোটি স্বপ্নের মধ্যে একটি কলি ফোটে
সুখের বালিশে; কখনও হেঁসে যায় কখনও বা কেঁদে কাটে সময়।
বিরতি নেই এই জীবনের মানা নেই কোনো স্বপ্ন বুনতেই।