আবার নিশীতে ঘুম ভেঙে গেছে,
তোমার স্বপ্নের সমুদ্র ফণা তুলছে
আমার নয়নে; ঢেউ তুলেছে-
বাঁধানো বাঁধ ভাঙবে বলে।
মনে হয় বহু যুগ কেটে গেল
সেইযে সৈকত শুকিয়ে গেছে
দুজনের প্রতীক্ষা করেই;
তুমিই তার নাম দিয়েছ সুবর্ণরেখা।
বিধাতা তাঁহার সত্য কঠিন
নিষ্ঠুরতা দেখায় সকলের তরে
সবকিছু ধূলিসাৎ করে দিতে পারে
পারে না কেবল জীর্ণ স্মৃতিগুলোকে।
আমার আবার নিশীতে ঘুম ভেঙে গেছে
শ্রাবণের মেঘ ঘন ঘন আর্তনাদ করে
বলতে চাচ্ছে- তুমি একটিবার কেবল
আমাকে বলে দাও, বিদায় প্রিয় বিদায়।