আমি তোমাকে দেখিতে চাইনি বারবার;
কে জানে নয়ন কী খুঁজে পেয়েছে -
তোমার নয়নে হারিয়ে যাওয়ার,
স্পর্শ করতে চাইনি তোমায় কোনোভাবে
হৃদয় তবু ছুঁয়ে গেছে তোমার নামখানিকে।
ডাকতে চাইনি তবু কাছে এসেছ তুমি
গহীন নিশিতে স্বপ্ন ভোরে!
বারণ করেছি আপনারে শাসনও করেছি বটে-
বাঁধ নয় যেন হৃদপিণ্ডে পাহাড় ভাঙে।