যৌবনের মৌমাছি কেবলই খায় হ্যাচ্ছি
প্রেম নাকি আলিঙ্গন কেবলই তা ক্ষণিক্ষণ,
মেলামেশা দুজনের মধুরও বাগানে
হাত ধরে চলে ফিরে লজ্জারও মরণে।
গগনে গরজে মেঘ জল বর্ষণে
আনন্দে উৎফুল্লে চাতক-চাতকী মত্ত
কথকপথনে, বাদল গর্জনে চমকিত
হৃদমাঝারে আলিঙ্গন প্রিয়তমারে।
গগনে কুৎসা মেঘ আড়ালে মার্তন্ড
অস্ত পাঠে। প্রবেশ গৃহে মলিন বদনে
শয়ন কক্ষে ক্ষুধা বশে,
চঞ্চল নয়নে মাতৃ প্রবেশ দ্বারে
জিজ্ঞেস দিশেহারা চোঁখ ললাটে।