একটা দীর্ঘশ্বাস আমাকে এখনো তাড়া করে
আমি হাপিয়ে উঠি উহঃ
সে কি যন্ত্রণা বড় কষ্টের সে ব্যাথা
যা আগে কখনো পাইনি।
তোমাকে দেখার আবেগ প্রবন জাগে;
দেখার আবেগ যে প্রবন জাগে
এ কথা কেবল আমি জানি,
আর কে বুঝতে পারবে বলো ?
ঐতো যখন ইচ্ছে হতো
তোমাকে বলতে পারতাম
কোনো অসুবিধা হতো না
কারণ- তুমি একান্তই আমার ছিলে।
একসাথে অনেক হেঁটেছি কথা বলেছি
সবুজ অরণ্য দেখেছি, কচি গাছের পাতা
কোমল স্পর্শ স্বস্তির নিঃশ্বাস
বুকে মাথা রেখে ঘুমানো।
তুমি সবসময় চাইতে আমি যেন-
একটা সরকারি চাকুরী করি,
তাহলে আমাদের সম্পর্কে কোনো
বাঁধা থাকবে না,
অনেক চেষ্টা করেছি
পেরে উঠতে পারিনি;
একটা সংশয় তখন কাজ করত
চাকুরীটা না হলে সম্পর্কটা থাকবে না।
কতবার বলেছিলে ইন্টারভিউ দাও
মনোযোগ দিয়ে পড়,
তুমিও তো অনেক চেষ্টা করলে
কিন্তু দুজনেই কিছু করতে পারলাম না।
শেষে বুজতে পারলাম
আমার একান্ত আপন মানুষটা-
আমাকে চাকুরীর জন্যই
কেবলমাত্র ভালবাসে !