আমার নিঃস্বার্থ ভালোবাসা
তুমি তা কখনো ও বুঝোনি
হয়তো বা বুঝেও করেছো বারবার অবহেলা।

তোমার প্রেমে বারবার অপমানিত হয়েছি
আমি,
বিমর্ষ এই মনে আমার,
তবুও, ভালোবাসার ব্যাথা জড়িত কন্ঠমালা।

তোমার পিছে পিছে করেছি ঘুড়ঘুড়
ক্ষুধার্ত কুকুরের মতো
তুমি একবার ফিরেও তাকাও নি।

আমি তবুও তোমাকে ভালোবেসেছি
প্রতিনিয়ত ভেবেছি তোমার কথা
তোমার দেওয়া অবহেলার কষ্ট পেয়েও,
আমি, এমন ভাবে রয়েছি, যেন পাইনি ব্যাথা।

তুমি অন্যের হাত ধরে হেঁটেছো
আমি নিরবে গুমড়ে কেঁদেছি,
সেই কান্না, কখনও দেখতে পাওনি তুমি।

হয়তো আমি, তোমার মনের মতো নই
তাই দেওনি এক মুহূর্তের জন্য মনে ঠাই
দিয়েছো অবহেলা, দিয়েছো ঘৃনা।

আমি বুঝেছি, আমি আকাশ ছুতে চেয়েছিলাম
যা, আমার অসম্ভাব্য ছিলো
তুমি তা  আমাকে বারবার বুঝিয়ে দিয়েছো।
তোমার ভালোবাসায় আমি পুড়েছি,
আবার মরেছিও।
আজ আমি নির্বাক, এক জড়পিন্ড
শুধু তোমারি কারনে।