যৌবন তুমি স্নিগ্ধ ফোঁটা গোলাপ
যৌবন তুমি জোস্ন্যা রাতে নিসঙ্গ কবি
যৌবন তুমি অনুরাগে আবেগি আলাপ
যৌবন তুমি প্রথম প্রেমের অঙ্কিত ছবি।
যৌবন তুমি মধুদানকারী ফুল
যৌবন তুমি নির্ভয়ে ভালোবাসার কথা
যৌবন তুমি লুকিয়ে করা কতই ভুল
যৌবন তুমি সঙ্গীহীনতার ব্যাথা।
যৌবন তুমি উত্তাল সাগরের ঢেউ
যৌবন তুমি লুকায়িত অশ্রুপানি
যৌবন তমি এমনি এক কেউ
যৌবন তুমি চিরস্থায়ী নও জানি।
যৌবন তুমি চোখে চোখে ভালোবাসা
যৌবন তুমি খুশিতে মৃদু হাসা
যৌবন তুমি দুটি মনের একটাই আশা
যৌবন তুমি প্রেমকাব্যের ভাষা।