স্বপ্ন সারথি মৃত্তিকা/ নিরঞ্জন রায়
মৃত্তিকা আমার স্বপ্ন সারথি
আমার হৃদয় রানী
কেউ না জানুক
জেনে রেখো তুমি
আমি মৃত্তিকাকে ভালোবাসি।
মৃত্তিকা আমার ভাবনার সাথি
অবসরে ছবি আঁকা
ভালো মন্দ যত চাষবাস জীবনে
জেনে রেখো তুমি
সুরে সুরে তার সাথে হয় গাঁথা।
পাতাঝরা যত গাছ আছে জীবন অরণ্যের গহীনে
সবুজপাতা ফুলে ফলে ভরে যায় সেসব
জেনে রেখো তুমি
মৃত্তিকা যদি থাকে পাশে।
ভরা নদী জল বহে কলকল
ভেসে যায় খড়কুটো
জেনে রেখো তুমি
আমি ভূমিরাজ আনন্দে আত্মহারা
যদি পাশে থাকে মৃত্তিকা।