কবির জন্মদিন নেই/ নিরঞ্জন রায়
উৎসর্গ: কবি হাবিবা বেগম
মেয়েটা রান্নাঘরে চালচুলোর পাঠ নিতে নিতে জেনে গেল একদিন
নন্দনতত্ত্বের গোপন কথা
এখন সে একজন সফল শব্দ-যাদুকর
বিচিত্র ফুল ফোটাতে পারে শব্দের অরিগ্যামি করে।
মেয়েটা এখন নিজেই টক-ঝাল-মিষ্টির রসায়নে একটি পরিচ্ছন্ন বাগান
শব্দ জোড়া লাগিয়ে লাগিয়ে তৈরি করে আকাশ ছোঁয়ার সিঁড়ি
কবিতাগোলাপ, ছড়াগোলাপ, রম্যগোলাপ, টগর-জবা-রজনীগন্ধা-পদ্মের মিশ্রণে ছোটগল্পগোলাপ ,
আরো অনেক অনেক অজানা বুনোগোলাপে ভরে যায়
শব্দ-বাগানের আঙিনা।
যারা ফুল ভালোবাসে এখন আর তারা ফুল বিক্রেতার কাছে যায় না
ছুটে আসে শব্দ-যাদুকরের কাছে, শব্দ-ফুলের মালা পরে ধন্য করে বিমূর্ত নন্দন-নয়ন।
কবির জন্মদিন বলে কিছু নেই
শব্দ-বাগানের ফুল প্রতিদিনই ফোটে, সুগন্ধি ছড়ায়
ফুলগুলো ঝরে না, মরে না,
কবির বাগানে জন্ম নেয়া শব্দ-ফুল সবার হয়ে যায়।
------------------- ---------