স্মৃতির শহর পেরিয়ে গেলে
তোর কাছে পড়ে থাকবে
একটা ভাঙ্গা মুখের আদল
তিন চারটে আধপোড়া গল্প।
তবুও তুই বাঁচিস সেদিন-
ওম খুঁজে নিস কোন বৈরাগীর তিলকে
আর ভরসা রাখিস তাদের চোখে
যারা অসময়ের গাঁজর ফুলকপি তুলে নিল ঘরে।
আমিও ভুলে যাব, "মেঘবালিকা"
"উড়ন্ত সব জোকার"
কার ঠোঁটের ওপর তিন জোড়া ঠোঁট
কার নখের পালিশ বিশ্বস্ততার।