আঁধারে পথ চেনাচ্ছে নিয়ন আলো
সকাল হলে সবাই ভালো
আর পথ পেরোলেই অন্ধ হয় সবাই।
ভুল বন্দরে ভিড়ছে জাহাজ
মানুষ চেনা দালালের কাজ
সীমান্তে তাই তালপাতার সেপাই।
মোম গলছে জ্বলার আগেই
খুন ধর্ষণ সবার ভাগেই
বুদ্ধিজীবীরা গভীর জলের মাছ।
হলুদ আলোয় বিকোচ্ছে শরীর
অসময়ে সিগন্যাল স্থবির
যেন শরত রাতে নেশা ছড়ানো ছাতিম গাছ।
বৃষ্টি-দৃষ্টি খোঁজে দারচিনী দ্বীপ
হাওয়া টের পায় জনতার জিভ
তাই শেষ মুহূর্তে উল্টাচ্ছে পাশা।
আমরা যারা দিন আনি দিন খাই
আর উদাসী রাস্তায় গান গাই
চায়ের ভাঁড়ে ইতিহাস বলছে তাদের চাষা।