যতই লুকিয়ে থাকো মেঠো ইঁদুর
তোমাকে ঠিক খুঁজে নেবে
বাজ কিংবা চিল।
চোখ যেমন ভীষণ ভালো
খুঁজে নিতে মুখের মাঝে
ছোট্ট কালো তিল।।


অনুভূতি প্রবণেরা বুদ্ধিমান মোটেই নয়
বড্ড বেশী ধূর্ত - চালাক
ভোটও বড় বালাই
ওদিকে নেত্রকোনা - নওগাঁ , এদিকে তিন তালাক।


উলুধ্বনি আর আযান
একসাথে মিশে গেলে
উপরঅলা ভুলে যায়
কোনদিকে ছুটে যাবে ।


সংখ্যালঘুর শরীরে যত না মাংস
তার চেয়ে তার রক্তে অনেক বেশী  মাদক
তাই যদিও যমজ
একজন খাদ্য অন্যজন খাদক।


ধর্ম ছাড়াই
কুকুর গাধাও ভালো থাকে
তবু মানুষ শুধু রইল পড়ে
হিজাব আর তিলকে।