সুচেতনা,তুমি আর মৃত্যুর দিকে হাত বাড়িয়ে দিও না
আমাকেও ঠেলে দিওনা মৃত্যুর মুখে কোনভাবে
এখন আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখা এক
অসহায় নাগরিক।
বীভত্স মৃত্যুর দৃশ্য কেড়ে নিয়েছে আমার সবুজ স্বপ্ন
ছিঁড়ে ফেলেছে আমার বেঁচে থাকার ইস্তেহার
এই অভাগার দেশে গণতন্ত্র টিকিয়ে রাখার নামে
আমারই সহোদর আমাকে দিচ্ছে মৃত্যু উপহার।।
তাই বলি-
সুচেতনা,তুমি যখনই এসো
প্রখর রোদ্দুরে বা ঘুমের ঘোরে
মৃত্যুর কথা বলো না-
কিছু বলার না পেলে
কিছু দেবার না পেলে
বরঞ্চ মুখোশের কথা বলো।
আজকাল মানুষের চেয়ে মুখোশেরা অনেক বেশী সহমর্মী
অনেক বেশী রঙিন
মানুষের মত ক্ষমতালোভী একরঙ্গা নয়।