১
দেবীকে পুজো করার সময় পুরোহিত বলেছিলেন-
যা চাওয়ার মন খুলে চেয়ে নে।
কিছুই চাওয়া হয়নি সেদিন কোন এক অজানা কারণে
আজ চাইছি-“দেবী,তুমি কি আমার বাংলাদেশ হবে?”
২
মহা অষ্টমীর দিনটি শুরু হল –‘ শিলা কি যবানী’ দিয়ে
আর শেষ হল –‘ মুন্নি বদনাম হুয়ি’ দিয়ে।
যে চতুর্দশী মেয়েটা ছোট্ট ভাইটিকে নিয়ে দুটো গ্রাম পেরিয়ে
পুজো দেখতে যাচ্ছিল , সে কাতরাতে থাকল গ্রামেরই নির্জন স্কুলঘরে।
৩
দেশে দেশে বলি হয় সংখ্যালঘুর দল
কবিরাও সংখ্যালঘু।
ওরা কবে মরবে বল ।
৪
মানুষ নিজেই একটা বাঁশঝাড়
তা না হলে অন্যকে বাঁশ দেয় এমন সাধ্য কার?
৫
মানুষ জানে সে স্বয়ম্ভূ নয়
তাই জন্মের দোষ দিয়ে দায়িত্ব এড়াতে চায়।
৬
স্বার্থ ছাড়া পক্ষপাত করা অসম্ভব
সে হোক না যতই মহানুভব।