( সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আগের বাজে কথাগুলোর জন্যে। আজ বুঝলাম কবিতা মানুষ কে অনেক কিছুই দিতে পারে, বাস্তবতার ছোঁয়া দিতে পারে । কিন্তু ঘরের কোণে কি লুকিয়ে আছে তা প্রকাশ করতে পারেনা । চল কবিতা, আজ থেকে তোকে সাজাব পাঠক যেমন চায়। ধন্যবাদ পবিত্র দা , অরুন দা আর বাকি সব পাঠকদের যারা বলতে গিয়েও আটকে গিয়েছিলেন যে যদি কিছু মনে করি। না না ,আমি কিছু মনে করছি না। ভাল থাকুন সবাই । আর নির্ভয়ে আমার কবিতা কাটাছেরা করতে পারেন আমারই সামনে। আমি মুক্তমনে মেনে নেব। )
১
মড়কের পর মড়ক একা
পথ হেঁটে চলেছি আমি;
উলঙ্গ সমাজ নাচছে আমার চোখের সামনে
কিন্তু ব্যর্থ সে নাচ কারণ আজ পর্যন্ত আমার মনের পুরুষাঙ্গে
উষ্ণতার ছিটেফোঁটাও সঞ্চার করতে পারেনি।
২
শূন্যতারও বেশি বেগে ছুটে চলে
আমার অশরীরী মন, তবু
তোমার নাগাল পায়না।
জানিনা কী বেগে তুমি ছুটে চলেছ সম্মুখপানে
তবে নিশ্চিত আমি তোমার সাক্ষাত পাবো
একবুক শূন্যতায় মিশে গিয়ে।