নরকের মাঝে সূর্য উদয়-এ তো ভারি মুসকিল!
আজ ধর্মরাজ তার দন্ড হাতে হাসছে খিল খিল।
চিত্র-গুপ্ত আছে সাগরেড, বলছে এ ভারী পাপী
দন্ড দিয়ে শুদ্ধ করো রাজন-পাক সে আজ মুক্তি।
সকালবেলা নরক দর্শন,দিনে সেথায় বাস
দক্ষিণা বায়ু বয়ে যায় মাঝে , অবিরাম তুষারপাত।
এ যেনো নরকে বৃষ্টির ছড়াছড়ি
মনের রং উপচিয়ে আজ অন্ধকার মেঘে ভাসি।
হুটহাট বিদ্যুৎ চমকায়,হুটহাট বজ্রপাতের ধ্বনি
ফিরালি দিয়ে আটকানো যাচ্ছে না,হচ্ছে শিলাবৃষ্টি।
পড়ছে তা নির্দিষ্ট স্থানে, ধ্বংসের দিকে ধাবমান
আটকাবে কেমনে বলো, এ যে বিধির বিধান ।
কখনোবা বিষধর সাপ দংশনে করছে ক্ষত
চোখ দিয়ে ঝরছে বারি - চিৎকার করছি শত।
তবে নরক কি শুধু যন্ত্রণা?
না,এ যেনো কষ্টিপাথর - লোহাকে করে সোনা।