মানসী তোমার এশকে হয়ে বিভোর
খুঁজে ফিরছি তোমায় দেশ হতে দেশান্তর।
প্রেমের মধুর সুধায় জুড়াতে পরাণ
হৃদয়ের গভীরে জ্বালিয়েছি শিখা অর্নিবাণ।
তোমার হৃদয় কুঞ্জে পেতে একটু ঠাই
সিন্ধু সেচে মুক্তা কুড়াতে যাই।
খুলতে তোমার হৃদয়ে ভালবাসার দ্বার
রাজি আমি স্বর্গ মর্ত্য করতে একাকার।
তোমার ইন্দ্রজালেআপ্লুত বলে হে কেীমুদী
অদম্য আসক্তি তাড়ায় মোরে নিরবধি।
ক্ষণে ক্ষনে দাঁড়িয়ে থাকি খিড়কির পাশে
কখন প্রাণের দেবী আসে।
দিন যাচ্ছে যতই গড়িয়ে
শিরায়,উপশিরায় ভালবাসা যাচ্ছে ছড়িয়ে।
তোমার ভালবাসার আবে হায়াতে হয়ে সিক্ত
বিত্ত,বৈভব, খ্যাতি থেকে হচ্ছি রিক্ত।
শত জনমের রীতি নীতি করতেছি রদ
তোমার হিয়া জাগাতে প্রমোদ।
তোমার জন্য সাজাতে গিয়ে গুলশান
হাসি মুখে করতে পারি অর্ন্তধান
প্রমদা তোমার স্নিগ্ধ হাসির জন্য
কায়ার জন্য না করে মায়া
কঠোর সাধনা হতে রাজি ধন্য।
তোমার হৃদয়ের পেতে চিরস্থায়ী বন্দোবস্ত
তপস্যা চালিয়ে যাব জীবন রবি না যাওয়া পর্যন্ত অস্ত।
মৌহনী তোমার জন্য দিতে পারি জান
দোহাই লাগে দূরে সরে যেওনা করে অভিমান।