সুখের সন্ধানে বিভোর
থাকি জীবন ভর।
শেীর্য বীর্যের দাপটে করি চলাচল
যেন কখনো সাঙ্গ হবে না এই কোলাহল।
সময় যে যাচেছ ধেয়ে
সুখ দুঃখ লয়ে।
আশায় ভরসার দোলায়
সময় কাটাচিছ হেলায় ফেলায়।
হৃদয়ে জাগে না পরকালের ভয়
জীবন যৌবন যে হয়ে যাচেছ ক্ষয়।
দু দিনের জিন্দিগী
না করে বন্দিগী
নিচিছ বিদায়
না করে সদায়।
সুখ স্বপ্ন মানি
দিবা নিশি দিচেছ হাতছানি।
হীরা ভেবে ধরছি কাঁচ
পরজগতের নেই আচঁ।
ক্ষুধায় দারিদ্রের ভয়ে
নয় -ছয় এর দিকে যাই এগিয়ে।
নিতে সুখের স্বাদ
গড়ে তুলছি সুরম্য প্রাসাদ।
আনন্দ বেদনার স্মৃতি
হচেছ না সহজে বিস্মৃতি।
সুখের এই স্বপ্নপুরী
অচিরে-ই ডুবে যাবে হয়তো পাতালপরী।
সাঙ্গ করে ভবে
ফেলে যেতে হবে সবে।
বন্দী হয়ে পৃথিবীর মায়া জালে
বিধাতাকে স্মরণ করিনি কোন কালে।
কত কি সাজ শোভা পাচেছ আজ অঙ্গে
যদিও সামান্য কাপড় ছাড়া কিছু -ই যাবে না সঙ্গে।
স্বজন যারা ছিল কাছে
তারা সবাই চলে গেছে।
নশ্বর এই দুনিয়ার অক্টোপাসে
খাচেছ মোরে পিষে।
কিভাবে যে পাড়িদেব পুলসেরাত
জানি না যে সূরাকেরাত।
জীবনের পাতা গুলো শূন্য
নেই যে কোন আমল আখলাক পূন্য।
আযাব সহিবার নেই যে মোর কোন ক্ষমতা
নিজ কৃপায় তুমি দিবে কি নাজাত দেখাবে মমতা।