আজ তুমি হওয়া কানা বোবা লুলা
প্রভাবশালী রাষ্ট্র তোমাকে দেখাচ্ছে মুলা।
তুমি শুধু দুর্বলের প্রতি দেখাতে পার দাপট
শক্তিমানরা ধমকালে খুলে যায় তোমার কাপড়।
আজ তোমার এমনই শক্তি ক্ষমতা তেজ
চীন রাশিয়ার ধমকে ঘুটিয়ে নিচ্ছ লেজ।
তুমি যদি হও আজ কাগুজে শক্তি
সাধারণ মানুষের কমে যাবে তোমার প্রতি ভক্তি।
যদি হও কাগুজে বাঘ
সাধারণ মানুষের বৃদ্ধি পাবে রাগ।
যদি হও শক্তের ভক্ত নরমের যম
তাহলে অক্ষম অসহায় মানুষ হারাবে ধম।
শক্তিমানদের হাতের পুতুল হয়ে থাকলে বেঁচে
তোমার নিকট থেকে দুর্বল অসহায়
সাহায্য পাবে সে কথা মিছে।
তোমার শরীরের রক্ত যাওয়া শুকিয়ে
আজ পথ চলতে হচ্ছে তোমায় লুকিয়ে।
তাই মিয়ানমারে মানবতার রচিত হয়েছে কবর
তবু তুমি সেখানে যেতে পারছনা নেওয়ার জন্য খবর।
তুমি না ধরলে ন্যায়ের মানদন্ড
মানবতা হবে লন্ডবন্ড।
জাতি সংঘের উদ্দেশ্য হবে পন্ড
সবলরা দুর্বলকে বানাবে মন্ড।
আজ তোমার আহবানে সাড়া না দেওয়া কেহ
দাহ করা উচিত তোমার শব দেহ।
জাতি সত্তার সাইন বোর্ড ব্যবহার করে তুমি
কলংকিত করছ মানবতার ভূমি।