যাযাবর
হতাম যদি কোন এক
হোমলেস হোমো স্যাপিয়েন্স ;
যদি ঘুরে বেড়াতাম,
তুরাগ,বুড়িগঙ্গা,ধলেশ্বরী কিংবা
পদ্মা মেঘনা যমুনা,
এ যাযাবর জীবনের
থাকতো না কোন ঠিকানা।
ঠিকানাহীন কারও কি
থাকে কোনো ভোটের অধিকার?
পাসপোর্ট এ লাগতোনা কারো
প্রদর্শিত অধীনস্থতা..অথবা,
হসপিটাল ভর্তিতে নাম থাকতোনা
কোনো দায়িত্বহীন ভাতার ।
সেখানে কি কেউ বলে যে,
নিজের ঘরে তো খাইতে পারলা না’...!
নদীর জলই হয়তো বইতো ভার
পারিপার্শ্বিক আত্মীয়দের দেয়া
বেদনার জোয়ার ভাটার!
বাড়ি মানেই রক্ষণশীলতা
সম্পদ জমিয়ে রাখার আধার;
আর সম্পদ মানেই
অন্যের শ্রমশক্তি শোষণ,
শোষণ মানেই বৈষম্য আর
মনের কাল্প্রিটিং প্রদর্শন!