ভিত্তিহীন ভুল

ভুলেও যদি ভালোবাসো মোরে একদিন;
নিশ্চয়ই জানো তবে ভোলা কত কঠিন !

সেই কঠিনেরে ভালোবেসে এগিয়ে গেলে,
দেখলে না ফিরে কি রইলো অবহেলে।

অবহেলায় ধরে লোহাতেও মরিচা
আর মাটির মানুষে গনে রোজনামচা ।

ফেলে যাওয়া পথে নেই কোনো পরিতাপ,
করিনা বিষাস আর কারো অভিশাপ ।

স্থান কাল পাত্রে বিবেচনায় নড়ে যার বিশ্বাস
অল্প স্বল্প যোগ্যতায় বাড়ে তাঁর অহঙ্কার !

ভাবে না তাঁর যোগ্যতার যে কীর্তি
রচেছিল একদা কোনো প্রেমের ভিত্তি।