হৃদয় ভেসে বেড়ায় অলকানন্দার জলে
শুধু রাতই সাথী হয় বেলা বয়ে গেলে
যদিও সন্ধ্যা নামিছে শুভ মন্হরে
তবুও সঙ্গীহীণ ক্লান্তি অনন্ত অম্বরে
জানি যদিও চাইতে হয়না প্রতিদান ভালোবাসায়
কিন্তু নিঃস্বার্থতাও পাইনা আত্মসমালোচনায়!
দুহাত এক না হলে যেমন বাজে না তালি
একক প্রেমে মন ভরে না প্রতিদানের ডালি!
যদি ভালোবাসবে কথা দিয়ে হারাও
তবে প্রজন্মের ভারে জীবন কেন জড়াও!
যদি মনে করো ফিরিয়ে নেবে প্রজন্ম
স্বার্থপরতায় বাাঁচে নয়কি জীবনের রহস্য?