ভাসমান অস্তিত্ব
নিঃসঙ্গ বিকেলের মধুরিমায়
কল্পনার আবেশে পড়ি;
প্রথমা প্রিয়ার নম্রতা ছড়ানো
স্মৃতির মলাটের বই।
পাতার মর্মরে প্রচ্ছন্ন আলোর স্মৃতিতে,
প্রায়-বধির হয়ে ওঠা কানে
আচমকা সাইরেনের সতর্ক সংকেতে;
অনুভূতি জাগে গত জনমের!
অচেনা আলোর নীরব পরশে,
অস্তিত্বের ভূভাগেও ফোটে ফুল,
নির্জন বিকেলে ঝিমোয় দোলনাটা,
তাতে তুমিও বসতে পারতে!
সে দোদুল চেতনার আবেশ এড়িয়ে,
মায়ার আঁচলের কাছে পড়ে থাকে;
ফেলে আসা অজস্র বা অল্প সল্প
বিহ্বলতার আবির মাখা কল্পনা!
কিছু গল্প শেষ হয় না,
কথা কয় সকল বসন্ত দোলায়;
যার নেই কোনো ঠিকানা,
অম্লান অনিশ্চিত ভাসমান।।