যেখানে অপরাধী জানেনা তাঁর অপরাধ
জানেনা বিচারক ও;
কেন অকারন শাস্তি দেয় সমাজ
সামাজিক অস্হিরতায় হয় সম্মিলিত পাপ!
পরকিয়ায় রোগাক্রান্ত স্বামীটি যখন
স্বসন্তানে স্ত্রী ত্যাগ করে চলে নতুন পথে
তখনই মানসিক ভারসাম্যহীন স্ত্রীটি
বাচঁতে চায় সন্তানকে আকড়ে ধরে;
আস্হাহীনতায় ভাসমান সে নারী
নাচতেও পারেনা,নাচাতেও আনাড়ি!
ব্যথাতুর জীবন যদি না হতো নিরাকার
দুঃসময় কাটে না যেন আমৃত্যু হাহাকার,
লোভের খড়গে নিধন হয়না পরিণাম।
সকল সুদিনের অপেক্ষাই ক্লান্তির
কবে হবে জীবন যথার্থই প্রশান্তির।
মিথ্যের নগরে ভেসে বেড়ায় হতাশা
কি হবে অনাথ প্রজন্মের চেতনা?
নশ্বর শৃঙ্খলের পেরেকে ক্ষতবিক্ষত জীবনে;
পৃথিবীর উর্বর জমিনে ক্লেদাক্ত মাপকে;
মানব অন্তরে বা পুণ্যধামে ;
নীতিকথা চলে নিত্য।
হৃদয় জুড়ে ছদ্ম মায়ার নিস্তব্ধতা,
অবলীলায় মানে মর্মান্তিক সত্য,
অনুধাবনহীনতায় হারায় মনুষ্যত্ব।
প্রতিকূল হাওয়ায় টিকার ভাবনাই
অনেকের কাছে পাহাড়সম কঠিন।
সে বন্ধুর পথে আজ অবলীলায়
অনেকেই কাটায় যুগ বর্ষ বহুদিন!!