ভারসাম্যহীনতা

চাকুরীর টার্গেটসীমা
ষাট বছর একদা কাটলেও,
হতাশার জন্য বাকী সময় থাকে;
শরীরে কি মনে জেকে ধরে অসুস্থতা!

অভিজ্ঞতায়  বুঝি,
বজ্র আটুনী ফসকা গেরোতে,
ছ'বছরের প্রেমের সংসার
ছ'মাসও টেকে না।

এমনকি, চল্লিশ বছরের
সংসার ছেড়েও মানুষ,
নতুনত্বে সুখ খোঁজে,
খোঁজে নতুন সন্তান!

যেখানে দু'চাকার ভারসাম্যহীনতায়
দুর্দমনীয় গাড়ি অচল,
সেখানে একটির কম গুরুত্বে
এমনই হয় বৈকি!