ভালবাসার মায়া
অতিদূর সমুদ্রের পর
হাল ভাঙ্গা নাবিকের দিশেহারা চোখে
ভাসমান মেঘের মতই
ভালবাসবে বলে ছায়া দিয়ে,
ভাসতে ভাসতে নাটাই হাতে রেখেই
তুমি আকাশে ঘুড়ি উড়াতে।
শিশিরের শব্দের মতন সন্ধ্যা এলে,
রোদ্রের গন্ধ যখন মৃয়মান হয়,
দূরে কোথাও স্থির কাতরায়
মৃতবৎ শীতনিদ্রাযামী প্রেমিকারা।
আজ তপ্ত কঠিন রোদে ছায়ার প্রয়োজনে,
নাটাই ছেড়া ঘুড়িতে তুমি হারালে
দূর্দমনীয় অনিশ্চিত চোখের আড়ালে।
মেঘের প্রতি কি
কারো অভিযোগ থাকে বলো?
ওহে মেঘের ছায়া,
আকশের তো নেই কোনো অভিযোগ;
শুধু আছে ফেলে রাখা ভালবাসার মায়া।